মঙ্গলবার, ১২ই জুন, ২০১৮ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ঢাকাস্থ কসবা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির ইফতার মাহফিল ২৫মে ২০১৮ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত হয়।ইফতার পূর্ব আলোচনা সভায় সমিতির সভাপতিআলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে আইন বিচার ওসংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আবু জামাল রাজিব ও মো. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মো. কবির আহমাদ ভূইয়া, প্রিন্সিপাল মিয়া মোহাম্মদ ইদ্রিস, সাবেক সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম ভুইয়া, সাবেক সংসদ সদস্য মিয়াআবদুল্লাহ ওয়াজেদ, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমাদ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, মন্ত্রী মহোদয়ের এপিএস এডভোকেট রাশেদুল কাওসার জীবন, এম ট্রানেট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এ কে এম বদিউল আলম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

আরও : কারাগার থেকে বাসায় ফিরলেন আসিফ

এছাড়াও সমিতির সাবেক উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ূম’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অতিথিবৃন্দ সমিতির উন্নয়নে ভূমিকা রাখায় বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী এডভোকেটআনিসুল হক এম.পি’র ভূয়সি প্রশংসা করেন। ইফতার মাহফিলে কসবা আখাউড়া এলাকার উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারের উচ্চপদস্থ বর্তমান ও সাবেক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সমিতিরনেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ স্বত:স্ফুর্ত উপস্থিতিঅনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ইফতার পূর্ব সময়ে কুরআন সুন্নাহর আলোকে বক্তব্য রাখেনবাংলাদেশ সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব। অবশেষে দেশও জাতির কল্যাণ কামনা এবং সমিতির সাথে জড়িত মুত্যুবরণকৃত সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মিয়া মো. ইদ্রিস।ক্ষুদে শিশু শেখ সাদী কুরআন তিলাওয়াত ও বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একাদশ শ্রেণির ছাত্র সঙ্গীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল ইসলামী সংগীত পরিবেশন করেন। ইফতার করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ঈদের আনন্দ প্রতিবন্দীদের মাঝে ছড়িয়ে দিতে হবে-লায়ন ফিরোজুর রহমান ওলিও

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ‘র চাল ও নগদ টাকা বিতরণ

ঈদ উপলক্ষে জমাট ব্রাক্ষণবাড়িয়ায় জুতার বাজার

নাগরিক দূর্ভোগ দুড়িকরণে সম্মলিত ভূমিকা পালন করবে আশুগঞ্জ নাগরিক সমাজ

নির্মাণাধীন দশতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় পারষ্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে : জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান