মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আর্জেন্টিনার রক্ষণভাগ দুর্বল : ক্যানিজিয়া

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল গ্রেট ক্লদিও ক্যানিজিয়া বলেছেন, ম্যারাডোনার মতো সতীর্থদের কাছ থেকে একই রকমের সমর্থন পায় না লিওনেল মেসি। এটা সত্য। আক্রমণভাবে আর্জেন্টিনা শক্তিশালী হলেও এর রক্ষণভাগ দুর্বল।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ফিফা ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে ৫১ বছরের ক্লদিও ক্যানিজিয়া এসব কথা বলেন।

আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ডিতে লড়বে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও নবাগত দল আইসল্যান্ডের বিপক্ষে।

১৯৯০ এর বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও দারুণ দুটি গোল করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া। তিনি বলেন, আমাদের সুবিধা হল আক্রমণভাগে যেসব খেলোয়াড় আছেন তারা যে কোনো দলকেই ভয় ধরিয়ে দিতে পারে। তবে স্টাইকফোর্স শক্তিশালী হলেও তাদের সমর্থন দেয়ার মতো খেলোয়াড় নেই।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পেলের ব্রাজিল, জার্মানির ক্লোসা

সালাহর সুস্থতা কামনা করেছেন মিশরের প্রেসিডেন্ট

আইপিএলে কে জিতলেন কোন পুরস্কার

ব্রিটিশ কাউন্টিতে আফগান তারকা মুজিব

রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত রোনালদোর

চার দিনেই দাপুটে জয় পাকিস্তানের