ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জরুরী বিভাগে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যকালীনসময়ে চিকিৎসকসহ কর্তব্যরতদের যথাযথ দায়িত্বপালন ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে পত্র দেয়া হয়েছে।
সদর হাপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন স্বাক্ষরিত পত্রে নানহয়েছে, সদর হাসপাতালে আগত রোগী এবং লোকজনের সাথে সংশ্লিস্টদের সৌজন্যমূলক আচরণ করতে হবে, কর্তব্যকালীন সময়ে অবশ্যই জরুরী রুমে অবস্থান করতে হবে শুধুমাত্র রাত্রিকালীনসময়ে নির্ধারিত ১০৭ নং রুমে বিশ্রামের প্রয়োজনে অবস্থানকরা যাবে,কর্তব্যকালীন সময়ে অবশ্যই নির্ধারিত পোষাক (এ্যাপ্রোণ) পরিধান করতে হবে।
আরও : অভিযানের তথ্য ফাঁস : সটকে পড়ছে টার্গেট
ঔষধ কোম্পানীর প্রতিনিধিদেরসাথে দুপুর ১ টার পূর্বে সাক্ষাৎ দেয়া যাবে না। জরুরীবিভাগে সরকারী মোবাইল সেট সার্বক্ষণিক চালু রাখতে হবে,১জনের দায়িত্ব শেষ হলে পরবর্তী জনকে তা হস্তান্তর করতে হবে।
জরুরী মেডিকেল অফিসার কর্তব্যকালীন সময়ে জরুরী বিভাগেরসাবিক বিষয় তদারকি করবেন,মেডিকেল সার্টিফিকেটরিপোর্ট এবং পোষ্ট মর্টেম রিপোর্ট দ্রুত সম্পন্ন করেঅফিসে জামা দিতে হবে।
উল্লেখ, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপালের জরুরী বিভাগেচিকিৎসা সেবা নিয়ে গত ২২ মে অনুষ্ঠিত সদর হাসাপাতাল ব্যবস্থপানা কমিটির সভায় কয়েকজন সদস্য অসন্তোষ প্রকাশকরেন এবং আগত রোগী এবং লোকজনের সাথে যথাযথ আচরণ না করার অভিযোগ উত্থাপিত হয়।এরিপ্রেক্ষিতে সদর হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার সভাপতি সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশক্রমে হাসাপাতালের চিকিৎসক সহ কর্তব্যরতদের প্রতি উপরোক্তপত্র প্রদান করা হয়েছে। বার্তা প্রেরক