ব্রাহ্মণবাড়িয়ার শহরের বিভিন্ন বাজার পরিদর্শন
আরও : অভিযানের তথ্য ফাঁস : সটকে পড়ছে টার্গেট
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান শহরের বিভিন্ন বাজার ও বিপনী বিতান পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসলাম হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান বলেন, ব্যাবসায়ীকরা পণ্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি করছে। দ্রব্য মূল্য নিয়ে তিনি সন্তুষ প্রকাশ করছেন।