বসনিয়ায় এরদোগানকে হত্যা পরিকল্পনা ব্যর্থ
সনিয়া সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদাগানকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু। তুরস্কের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে গত রোববার তুরস্কের একটি গোষ্ঠী তাকে যে হত্যার পরিকল্পনা নেয় তা মেসিডোনিয়ার রাজধানী স্কোপজি থেকে কয়েকজন তুরস্কের নাগরিক অবহিত করে। এছাড়া পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সংস্থা তুরস্কে এধরনের হত্যা পরিকল্পনার কথা জানায়।
আরও : বাগেরহাট-মাওয়া মহাসড়কের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
তুরস্ক সরকারের মুখপাত্র বেকির বোজদাগ বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান ভীত নন, তিনি বসনিয়া সফর করবেন এবং তার বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হবেন না। রোববার বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক সমাবেশে ভাষণ দেবেন। ১৯৮৪ সাল থেকে তুরস্কে কুর্দিস্তান প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র আন্দোলন চলে আসছে এবং এরা তুরস্কের সরকারের কাছে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী হিসেবে বিবেচিত।