গেইল-রাহুল ঝড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব
এদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতীয় রাহুল। মাত্র ২৭ বলে ৬০ রান করেন রাহুল। আর ক্রিস গেইল করেন অপরাজিত ৬২ (৩৮ বল) রান।
এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দন অশ্বিন। ব্যাটিংয়ে নেমে কলকাতার ইডেন গার্ডেনে ক্রিস গেইলদের ১৯২ রানের টার্গেট দেয় নাইট রাইডার্স। ওপেনার ক্রিস লিনের ৭৪ রান ও অধিনায়ক দিনেশ কার্তিকের ৪৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে স্বাগতিকরা। আর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সরণ ও টাই ২টি, এবং মুজিবুর রহমান ও অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮.২ ওভারে ৯৬ রান তুলে নেই পাঞ্জাব। তারপর বৃষ্টির বাগড়ায় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতি ১১.১ ওভারে ১২৬ রান করে জয় তুলে নেয় অশ্বিনবাহিনী।