মাওলানা মো. আবুল হাসান শেখ- ইমাম ফখরুদ্দীন উসমান বিন আলী আয যাইলায়ীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, পহেলা বৈশাখ হিন্দু ও বৌদ্ধদের ১৭টি পূজা অনুষ্ঠিত হয় এবং এইদিনে সংখ্যালঘুদের ধর্মীয় বিশ্বাস মোতাবেক পেঁচা মঙ্গলের প্রতীক রক্ষীর বাহন, গাভী রামের সহযাত্রী, সূর্য দেবতার প্রতীক ও ময়ূর কার্তিক বাহন। যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের পরিপন্থী।
ওলামা লীগের সাধারণ সম্পাদক বলেন, মহান আল্লাহ পাক তিনি এরশাদ মুবারক করেন, ‘তোমরা মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা কথা তথা পূজা সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাক’। নওরোজ বা নববর্ষ তথাকথিত বাংলা প্রকৃতপক্ষে ফসলী নববর্ষ মজুসী-মুশরিক, হিন্দু, বৌদ্ধদের পূজার অংশ এবং তর্জ-তরীক্বা, এতে মুসলমানদের কোন অংশ নেই।
আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী পহেলা বৈশাখের নামে মুখোশ পরা মিছিল সরকারি কর্তৃপক্ষ বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
আমাদের সময়.কম