বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লিকে ১০ রানে হারাল রাজস্থান
স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। বৃষ্টির জন্য এই ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৬। দিল্লির সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৭১। গৌতম গম্ভীরের দল শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান। বেন লাফলিন ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। ফলে সহজ জয় পায় রাজস্থান। আইপিএল-এ প্রত্যাবর্তনের পর এই প্রথম জয় পেল রাজস্থান।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করে রাজস্থান। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৪৫, সঞ্জু স্যামসন ৩৭ ও জোস বাটলার ২৯ রান করেন। এরপরেই বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। এই ম্যাচ শেষপর্যন্ত আর হবে কি না, সেটা নিয়েই সংশয় দেখা যায়। তবে বৃষ্টি থেমে যাওয়ায় এবং মাঠকর্মীরা আউটফিল্ড ও পিচ শুকনো করে ফেলায় শুরু হয় খেলা।
এর আগে এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল দিল্লি ও রাজস্থান।