জয়ললিতার চরিত্রে কাজল
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটিআর রামারাও। ১৯৯৬ সালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
নির্মিত হচ্ছে এই কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদের জীবনী। তেজা পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছেন এনটিআর রামারাও এর ছেলে অভিনেতা বালাকৃঞ্চা। এতে বাবার চরিত্রে অভিনয়ও করছেন তিনি।
এবার সিনেমাটিতে যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছেন কাজল। আগামী মে মাসে সিনেমাটির শুটিং শেষ হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
জয়ললিতা ও এনটিআর রামারাও একসঙ্গে ১২টি সিনেমায় অভিনয় করেন। এ জুটির জনপ্রিয় সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চিকাড়ু দোরাকাড়ু’, আলিবাবা ৪০ দোঙ্গালু’ প্রভৃতি।