উত্তপ্ত দক্ষিণ চীন সাগর, চীন-আমেরিকার পাল্টাপাল্টি মহড়া
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চীন সাগর। বিতর্কিত এই অঞ্চলে চীনের ব্যাপক মহড়ার ২০ মিনিটের মধ্যেই সেখানে একঝাঁক মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান টহল দিয়েছে।
চতুর্থ নিমিত্জ শ্রেণির বিমান বাহক ইউএসএস থিওডোর রুজভেল্ট এখন রয়েছে বিতর্কিত দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে। মঙ্গলবার এই পরমাণু শক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ থেকেই ২০টি এফ-১৮ যুদ্ধবিমান আকাশে দক্ষতার আস্ফালন দেখিয়ে, নেমে আসে। যদিও আমেরিকার দাবি, এটা রুটিন প্রশিক্ষণ।
এ ব্যাপারে মার্কিন মহড়ার নেতৃত্ব দেওয়া স্ট্রাইক গ্রুপ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল স্টিভ কোহলার জানান, আমাদের চারপাশে চীনের যুদ্ধজাহাজ রয়েছে। আরও কয়েকটি দেশেরও রয়েছে। তবে, আমারা কাউকে কিছু দেখানোর জন্য করিনি। রুটিন প্রশিক্ষণ চলছে।
উল্লেখ্য, চীনের অতি তত্পরতার কারণে আমেরিকার পাশাপাশি জাপানসহ দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের নৌবহর বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে।