সোমবার, ৯ই এপ্রিল, ২০১৮ ইং ২৬শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

এক চীনামাটির বাটির দাম ২৫০ কোটি টাকা!

অনলাইন ডেস্ক : চীনে অষ্টাদশ শতকের কুইং রাজবংশের সময়কার একটি অত্যন্ত দুর্লভ বাটির সন্ধান মিলেছে। বাটিটি নিলামে প্রায় ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার নিলামকারী সংস্থা সোথবির এই বাটিটি নিলামে তোলে। নিলাম প্রক্রিয়া খুব বেশি সময় ধরে চলেনি। অল্পসময়ের মধ্যেই নিলামে বিক্রি হয়ে যায় ওই বাটি।এই বাটি কুইং রাজবংশের কাঙজি নামে শাসকের। তা ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে।

সোথবি এশিয়ার প্রধান নিকোলাস চাউ বলেছেন, ১৮ শতকের প্রথম দিকে সম্রাট এই বাটি ব্যবহার করতেন। এই বাটির উপরিভাগের আকার ৬ ইঞ্চি। এতে রয়েছে চীনের ঐতিহ্যশালী নকশার কাজ।

বাটির গায়ে যে ফুলের নকশা রয়েছে তা ড্যাফোডিল ফুলের মতো। এ ধরনের নকশা সাধারণত চীনের মাটিতে তৈরি বাসনে দেখা যায় না।

উল্লেখ্য, গত বছরই চীনের একটি ১,০০০ বছরের পুরানো বাটি বিক্রি হয়েছিল। ওই বাটি সঙ রাজবংশের আমলের। নিলামে এর দাম উঠেছিল প্রায় ২৪৫ কোটি টাকা।

Print Friendly, PDF & Email