মঙ্গলবার, ১০ই এপ্রিল, ২০১৮ ইং ২৭শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

মোস্তাফিজদের জন্য বল করা কঠিন ছিল : রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের হয়ে নিজের প্রথম ম্যাচেই নায়ক হওয়ার সুযোগ ছিল টাইগার তারকা মোস্তাফিজের। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জয়ে এনে দিতে পারলেন বাঁ-হাতি এই পেসার। ব্রাভোর এক ঝড়ো ইনিংসের উপর ভর করে মুম্বাইয়ের বিপক্ষে ১ উইকেটের জয় তুলে নিয়েছে ধোনির চেন্নাই। তবে ম্যাচ শেষে মোস্তাফিজদের পাশেই দাঁড়ালেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। জানালেন শিশিরের মধ্যে বল করা মোস্তাফিজ-বুমরাহদের জন্য কঠিন ছিল।

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। বল করতে এসে মোস্তাফিজ প্রথম তিন বল ডট দিলেও চতুর্থ বলে ছয় খেয়ে বসেন চেন্নাইয়ের ব্যাটসম্যান কেদার যাদবের কাছে। মোস্তাফিজের করা পঞ্চম বলে চার মেরে দলকে স্মরণীয় এক জয় এনে দেন ইনজুরির নিয়েও দলের প্রয়োজনে ব্যাট করতে নামা যাদব।

ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই মুহূর্তে খুব খারাপ লাগছে। ব্রাভোকে আমাদের কৃতিত্ব দিতে হবে। আমরা ইয়র্কার দিতে চেষ্টা করেছি কিন্তু বোলাররা পারেনি। আমাদের আরও ভালো করতে হবে। ম্যাচের ১৭ ওভার পর্যন্ত খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। যাই হোক, ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। এছাড়া শিশির পড়ার পর থেকেই বোলারদের জন্য বল করা কঠিন ছিল।’

চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, ‘চেন্নাই-মুম্বাই এমন ম্যাচ যা সবাই দেখতে চায়। আমরা দুই বছর আবারও ফিরলাম। ব্রাভো যেভাবে দায়িত্ব নিয়ে খেললও তা দেখতে সত্যিই ভালো ছিল। আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। ম্যাচ থেকে আমাদের ইতিবাচকটাই নিতে হবে।’

ম্যাচ সেরা ব্রাভো জানান, ‘জয়টা ছিল দুর্দান্ত এবং আমরা এটা চেন্নাইয়ের সমর্থকদের উৎসর্গ করছি। চেন্নাই আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে। আমি প্রথম দিকে আসায় ব্যাটিংয়ের সেরা সুযোগ পেয়েছিলাম। আমি দলকে জেতাতে পেরে খুশি।’

Print Friendly, PDF & Email