মঙ্গলবার, ২০শে মার্চ, ২০১৮ ইং ৬ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

পেরেরার ব্যাটে লড়ছে শ্রীলঙ্কা : ১৮.২ ওভারে ১৩৮/৬

কুসলের ফিফটি

পাল্টা আক্রমণে দ্রুত রান তুললেন কুসল পেরেরা। বাঁহাতি ব্যাটসম্যান তুলে নিয়েছেন ফিফটি।

৩২ বলে পঞ্চাশ স্পর্শ করেন কুসল। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৬টি চার ও একটি ছক্কা। টুর্নামেন্টে তার তৃতীয় ফিফটি।

দুই পেরেরার পঞ্চাশ রানের জুটি

দ্রুত উইকেট হারানো শ্রীলঙ্কা প্রতিরোধ গড়েছে কুসল পেরেরা ও থিসারা পেরেরার ব্যাটে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েছেন অর্ধশত রানের জুটি।

৩৬ বলে জুটির রান পঞ্চাশে নিয়ে যান দুই পেররা। এক প্রান্তে শান্ত থিসারা। অন্য প্রান্তে ঝড় তুলেছেন কুসল।

জিবনকে ফেরালেন মিরাজ

নিজের তৃতীয় ওভারে উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ফিরিয়ে দিলেন অলারাউন্ডার জিবন মেন্ডিসকে।

অফ স্পিনারকে সুইপ করে শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান জিবন।

মুস্তাফিজের দ্বিতীয় শিকার শানাকা

দাসুন শানাকাকে গোল্ডেন ডাকের স্বাদ দিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার নিলেন নিজের দ্বিতীয় উইকেট।

অফ স্টাম্পের অফ কাটার বুঝতেই পারেননি শানাকা। পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মুস্তাফিজের দারুণ কাটার তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।

শানাকা ফেরার সময় ৫.৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩২/৪। ক্রিজে কুসল পেরেরার সঙ্গী জিবন মেন্ডিস।

থারাঙ্গার রান আউটে চাপে শ্রীলঙ্কা

মুস্তাফিজুর রহমানের পরের ওভারে আবার উইকেট পেল বাংলাদেশ। রান আউট হয়ে ফিরে গেলেন উপুল থারাঙ্গা।

মুস্তাফিজের বল কাভারে পাঠিয়েই একটি রান নিতে চেয়েছিলেন দুই ব্যাটসম্যান। মাঝপথে মন্থর হয়ে পড়েন থারাঙ্গা। মেহেদী হাসান মিরাজ বল কুড়িয়ে থ্রো করেন মুস্তাফিজকে। বাকিটা সারেন তিনি।

মেন্ডিসকে ফেরালেন মুস্তাফিজ

কুসল মেন্ডিস বাধা সরালেন মুস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মেডেন-উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার।

গত কিছু দিনে বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাড়িয়েছিলেন মেন্ডিস। টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে করেছিলেন ফিফটি। তাকে দ্রুত ফিরিয়ে দিলেন মুস্তাফিজ।

রুবেল হোসেনের বলে টাইমিং করতে না পারলেও ফিল্ডারের মাথার ওপর দিয়ে পাঠাতে পেরেছিলেন মেন্ডিস। মুস্তাফিজকে পুল করতে গিয়ে তা করতে ব্যর্থ হলেন। মিডউইকেটে সহজেই ক্যাচ মুঠোয় নিলেন সৌম্য সরকার। ১৪ বলে ১১ রান করে ফিরে যান মেন্ডিস।

মুস্তাফিজের সেই ওভার থেকে কেবল লেগ বাই থেকে আসে একটি রান।

গুনাথিলাকাকে ফেরালেন সাকিব

তৃতীয় ওভারে আঘাত হানলেন সাকিব আল হাসান। ফিরিয়ে দিলেন দানুশকা গুনাথিলাকাকে।

বাঁহাতি ওপেনারের স্টাম্প সোজা বল উড়াতে চেয়েছিলেন লঙ্কান বাঁহাতি ওপেনার। টাইমিং করতে পারেননি। অনেক ওপরে উঠে যাওয়া ক্যাচ লং অনে মুঠোয় নেন সাব্বির রহমান।

৪ রান করে ২.১ ওভারে গুনাথিলাকা ফিরে যাওয়ার সময় শ্রীলঙ্কার স্কোর ১৫/১।

শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন

শ্রীলঙ্কা দলে এনেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন পেসার ইসুরু উদানা ও বাঁহাতি স্পিনার আমিলা আপন্সো। বাদ পড়েছেন দুই পেসার সুরঙ্গা লাকমল ও দুশমন্থ চামিরা।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমে টস ভাগ্যকে পাশে পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক টস জিতে নিলেন বোলিং। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচেই টস জেতা অধিনায়ক বোলিং নিলেন।

হায়দারের জায়গায় সাকিব

বাংলাদেশ দলে পরিবর্তন একটি। চোট কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার আবু হায়দার।

প্রথমবারের মতো টুর্নামেন্টে তিন স্পিনার, দুই পেসার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

‘সেমি-ফাইনাল’ চ্যালেঞ্জ জিততে প্রস্তুত বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমি-ফাইনালে। বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে জয়ী দল খেলবে রোববারের ফাইনালে।

প্রথম ম্যাচ হেরে শুরু করা ভারত টানা তিন জয়ে ফাইনালে উঠে গেছে সবার আগে। প্রথম ম্যাচে জয়ের পর শ্রীলঙ্কা হেরেছে টানা দুটি। দুটি হারের মাঝে একটি ম্যাচ দারুণভাবে জিতেছে বাংলাদেশ।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

দুই দলের আগের লড়াইয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা জয় পেয়েছে বাংলাদেশ। ২১৫ রান তাড়ায় জিতেছে ইতিহাস গড়ে। তবে সেই চূড়া থেকে পতন হয়েছে পরের ম্যাচেই। বুধবার ভারতের বিপক্ষে ১৭৭ রান তাড়ায় বাংলাদেশ হেরেছে ১৭ রানে।

সাকিব ফেরায় ভাবনায় শ্রীলঙ্কা

আগের ম্যাচগুলোতে সাকিব না থাকায় বাংলাদেশের ঘাটতির জায়গাটা ফুটে উঠেছিল স্পষ্ট। দল হিমশিম খাচ্ছিল একাদশের কম্বিনেশন ঠিক রাখতে। ৫ জন স্পেশালিস্ট বোলার খেলাতে একজন ব্যাটসম্যান কম খেলাতে হচ্ছে দলকে। বাংলাদেশ দলের সঙ্গে নিজের অভিজ্ঞতায় সেটা ভালো করেই জানেন চন্দিকা হাথুরুসিংহে। খেয়াল করেছেন প্রতিপক্ষ কোচ হিসেবেও।

সাকিব ফেরায় সেই ঘাটতির জায়গা পূরণ হয়ে যাচ্ছে, হাথুরুসিংহে সেটা বলছেন অকপটেই। জানিয়ে রাখলেন, সাকিবের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে শ্রীলঙ্কা।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

উন্নয়নশীল এই বাংলাদেশ সমালোচকদের মুখে এক চপেটাঘাত : প্রধানমন্ত্রী

জল ভেজা চোখে মায়ের মরদেহ নিয়ে ফিরে গেল ছোট্ট হিয়া

ভারতে বাংলাদেশি তরুণদের চার-ছক্কার ঝড়

প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

এইচএসসিতে কয় সেট প্রশ্ন হবে, তা কেউ জানবে না : শিক্ষামন্ত্রী

চার কারণে হারল বাংলাদেশ