বৃহস্পতিবার সকাল ১১টায় সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিনের নেতৃত্বে ৮ সদস্যের এই টিম নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে বলে নিশ্চিত করেছেন ঢামেক এর বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ৮ সদস্যের একটি টিম নেপাল যাচ্ছে আগামীকাল। টিমে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, আইসিইউ এবং পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা থাকবেন।
এই টিম নেপালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসায় নেপালি চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
নেপালে বিএস-২১১ এর মর্মান্তিক ঘটনার পর সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
বুধবার এই বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের করণীয় নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের জরুরি সভায় বার্ন ও অর্থপেডিক চিকিৎসকদের সমন্বয়ে একটি টিমকে যত দ্রুত সম্ভব নেপালে পাঠানোর নির্দেশ দেন তিনি।