রাবির ১০মম সমাবর্তন ৩য় বারের মতো স্থগিত
পাপন সরকার শুভ্র,রাজশাহী : এবার শিক্ষামন্ত্রীর অসুস্থতার কারণে ২৪ মার্চ অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে সমাবর্তন কমিটির ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।
এ নিয়ে টানা তিনবারের মতো সমাবর্তন স্থগিত করা হলো। এর আগে দুইবার এ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছিল। এতে গ্রাজুয়েটদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অধ্যাপক আব্দুস সোবহান জানান, ‘সমাবর্তনে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তিনি চোখের অপারেশন করাবেন বলে আমাকে জানান। ফলে জরুরি সিদ্ধান্তে সমাবর্তন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে।’
এর আগে ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে জানায় রাবি প্রশাসন। এরপর থেকেই নিবন্ধিত গ্রাজুয়েটরা এর বিরোধিতা করে আসছিলেন। তারা শিক্ষামন্ত্রীর হাত থেকে সনদ না নেওয়ার জন্য স্মারকলিপি, মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির বিরোধিতা করেন।
তবে গ্রাজুয়েটরা বলছেন, ‘সমাবর্তনে যোগ দিতে নানা ব্যস্ততার মধ্যে অনেকেই অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। অনেকদিন থেকেই সমাবর্তনের কথা চলছে। অনুষ্ঠান হয়ে গেলেই ভাল হতো। এ ছাড়া আবার কবে তারিখ দেওয়া হবে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।’
গ্রাজুয়েটদের অনেকেই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকেই চান। তারা বলছেন, সমাবর্তনের তারিখ স্থগিত হওয়ায় রাষ্ট্রপতির অংশগ্রহণের একটি সুযোগ হয়তো তৈরি হবে।’
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ জানুয়ারি সমাবর্তনের নিবন্ধন শেষ হয়। এতে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেয়া হয়। সমাবর্তনে অংশ নিতে মোট ৬ হাজার নয়জন গ্রাজুয়েট নিবন্ধন করেন।