সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

পদ্মাবতী’র মুক্তি আরেক দফা পিছিয়ে গেল

বিনোদন ডেস্ক : অনেক জল্পনার পর আগামী বছরের জানুয়ারি মাসের ৫ থেকে ১২ তারিখের মধ্যে ‘পদ্মাবতী’ মুক্তি পাবে বলে জানা গিয়েছিল। কিন্তু এখন নতুন করে শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ মুক্তি পেতে পারে আগামী বছর মার্চ কিংবা এপ্রিল মাসে। তারমানে ফের আরেক দফা পিছিয়ে গেল পদ্মাবতী’র মুক্তি।

সূত্রের খবর, সেন্সর বোর্ডের তরফ থেকে এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি সিনেমাটিকে। পদ্মাবতীর বিষয়বস্তু খতিয়ে দেখতে সেন্সর বোর্ডের তরফ থেকে ইতিহাস বিশারদদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। তারাই নাকি সিনেমার বিষয়বস্তু খতিয়ে দেখবেন।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এই মুহূর্তে তাদের অধিকাংশ সদস্যই ছুটিতে থাকায় ইতিহাস বিশারদদের নিয়ে যে কমিটি গঠনের কথা ছিল তা গঠন করা হয়নি। তাই সিনেমাটি এখনও দেখেই উঠতে পারেনি সেন্সর বোর্ড। তাই মনে করা হচ্ছে সিনেমাটির সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেতে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

জানেন কি, বলিউডের শিশু তারকাদের পারিশ্রমিক কত!

‘শাকিবের চোখের ভাষা বুঝতে পারি’ (ভিডিও)

মাহফুজুর রহমান আজ গান শোনাবেন

আবর্জনার মতোই আনুষ্কার কথাবার্তা, পাল্টা জবাব সেই যুবকের…

কী হয়েছে পরীমণির?

চাঁদা চাইতে গিয়ে আটক মোশারফ করিম!