যা অর্জন তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি বাঙালি জাতির জন্য গৌরবের। তার সেই কালজয়ী ভাষণ শুনেই বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
এ জাতি ভালো যা কিছু অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করতে চাই। কারণ আমরা বিজয়ী জাতি।
বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতা খুব সময় পেয়েছেন। এতো অল্প সময়ের মধ্যেও দেশকে একটা ফর্মে নিয়ে আসেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলতে পেরেছিলেন। এ অবস্থাতেও দেশকে মাত্র নয় মাসের মাথায় একটি সংবিধান উপহার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায় করেছেন।