তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার সকল মাতৃভাষার শিক্ষার গুরুত্ব দেওয়ার কথা বলেন । তিনি আদিবাসী শিক্ষার প্রসারে আদিবাসী শিক্ষকদের নিয়োগের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
বুধবার সকাল ১০ টায় ঢাকার ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার হলে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা : প্রত্যাশা ও প্রাপ্তি মতবিনিময় সভায় মাননীয় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক বিশ্ববিদ্যালয় প্রফেসর এমিরিটাস ড. মনজুর আহমেদ।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
এসময় তিনি আদিবাসী প্রাথমিক শিক্ষার স্তর তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী হওয়া উচিৎ বরে অভিমত প্রকাশ করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগ’র প্রফেসর ড. মেসবাহ কামাল ও স্বাগত বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযান কার্যক্রমমের ব্যবস্থাপক, তপন কুমার দাস।
অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, ড. রণজিৎ সিং, মিজ. নমিতা চাকমা, ডা. সুভাষ রাজবংশী, জনাব রবীন্দ্র বমর্ন, জনাব লক্ষি কান্ত সিং, মিজ . জান্নাত -এ-ফেরদৌসী।