সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র মাননীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই ।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার সকল মাতৃভাষার শিক্ষার গুরুত্ব দেওয়ার কথা বলেন । তিনি আদিবাসী শিক্ষার প্রসারে আদিবাসী শিক্ষকদের নিয়োগের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বুধবার সকাল ১০ টায় ঢাকার ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার হলে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ  এবং গণসাক্ষরতা অভিযান  এর যৌথ উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা : প্রত্যাশা ও প্রাপ্তি মতবিনিময় সভায় মাননীয় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক বিশ্ববিদ্যালয় প্রফেসর এমিরিটাস ড. মনজুর আহমেদ।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

এসময় তিনি আদিবাসী প্রাথমিক শিক্ষার স্তর তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী হওয়া উচিৎ বরে অভিমত প্রকাশ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগ’র প্রফেসর ড. মেসবাহ কামাল ও স্বাগত বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযান কার্যক্রমমের ব্যবস্থাপক, তপন কুমার দাস।

অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, ড. রণজিৎ সিং, মিজ. নমিতা চাকমা, ডা. সুভাষ রাজবংশী, জনাব রবীন্দ্র বমর্ন, জনাব লক্ষি কান্ত সিং, মিজ . জান্নাত -এ-ফেরদৌসী।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন