সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে  ‘নতুনের আহবান’ এর যাত্রা শুরু

news-image
নিজস্ব প্রতিনিধি : মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডায় ‘নতুনের আহবান’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে সোমবার বিকেলে পশ্চিম মেড্ডার মৌবাগ এলাকায় এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হারুণ অর রশিদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোপাপুল ইসলাম, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।
অ্যাডভোকেট মো. শামীম আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. আবু হানিফ, মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর, মো. নাসিম মিয়া, আবিদ হোসেন, মো. ওয়াসিম প্রমুখ। সাধারন সম্পাদক মো. সাফায়েত উল্লাহ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন। অনুষ্ঠানের শেষ দিকে ৩০ জন মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. জুনায়েদ মিয়া জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরুই বলে দেয় সংগঠনটির উদ্দেশ্য  মহৎ।
তবে সংগঠন করা সহজ কিন্তু ধরে রাখা অনেক কঠিন। সেই চিন্তা থেকেই সবাইকে এগিয়ে যেতে হবে। যুবকদের পাশাপাশি এলাকার বিশিষ্টজনরা যদি এগিয়ে আসেন তাহলে সংগঠনটি অনেক দূর এগিয়ে যেতে পারবে।’
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন