ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
প্রতিবছরের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় এবারও শুরু হয়েছে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পৌরশহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম প্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এবারের মেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৮০টি স্টল সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।