জেলা আওয়ামীলীগের সাথে ১৪ দলের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : জেলা ১৪ দলের সভা অনুষ্ঠিত সরকারি কলেজের ছাত্রাবাসটি শহীদ লুৎফুর রহমানের নামে পুনঃস্থাপনের দাবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৪ দলের এক সভা গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় হালদারপাড়াস্থ সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
১৪ দলের জেলা সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাডঃ আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডঃ কাজী মাসুদ আহমেদ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাহবুবুল আলম খোকন, দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলাম, অ্যাডঃ মোঃ নাসির, দীপক চৌধুরী বাপ্পী, জেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মিজানুর রহমান আঙ্গুর প্রমুখ। সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজের সাবেক শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী, শহীদ লুৎফুর রহমানের নামে থাকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ লুৎফুর রহমান ছাত্রাবাসের নাম পরিবর্তনের নিন্দা জানিয়ে অবিলম্বে ছাত্রাবাসটি শহীদ লুৎফুর রহমানের নামে নামকরনের দাবি জানানো হয়। সভায় আজ মহান বিজয় দিবসে জেলা ১৪ দলের উদ্যোগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জেলার সকল উপজেলায় ১৪ দলকে গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।