ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আরও : ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিনিধি : দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস সহ লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সামনের দিকে এগোতে থাকলে পুলিশ মিছিলে বাধার সৃষ্টি করে। পুলিশের সাথে জেলা বিএনপি নেতৃবৃন্দ কথা কাটাকাটির এক পর্যায়ে তৎক্ষনাত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি জহিরুল হক খোকন জহির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক, আলী আজম, জসিম উদ্দিন রিপন, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, আসাদুজ্জামান শাহীন, মোঃ মনির হোসেন, কাউসার কমিশনার, আবুল হাশেম, মুজিবুর রহমান মন্টু, জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, মোঃ জালাল, মোঃ কাউসার, ফয়সাল, ফারুক কমিশনার, ফেরদৌস, হাজী মিজানুল হক, এইচ.এম. আবুল বাশার, মঈনুল হোসেন, দেলোয়ার হোসেন দিলীপ, শরীফ আহমেদ, শেখ মোঃ হাফিজ, আজহার উদ্দিন দিদার, মোবারক হোসেন আদি, সানি, অথৈ মোল্লা, প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্ত্যরা বলেন, পুলিশ বিনা কারণে অন্যায় ভাবে আমাদের মিছিলে বাধা দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি দেশে যে ভাবে দফায় দফায় বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গিয়ে অস্বস্থিকর অবস্থায় জীবন যাপ করছে, তাই এর সরকারের পতন ঘটানো ছাড়া সামনে আর কোন বিকল্প পথ নেই। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে এ দেশের মাটি থেকে বর্তমান জনবিচ্ছিন্ন ভোটার বিহীন জুলুমবাজ সরকারকে উৎখাত করা হবে।