আখাউড়ায় মাদক পাচারকারী আটক
আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রায়হান মিয়া (২০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় মাদক জাতীয় ৩০ বোতল স্কফ ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক রায়হান মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মো. হানিছ মিয়ার পুত্র। আজ সোমবার সকালে উপজেলার চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
বিজিবি’র আজমপুর ক্যাম্পের নায়েক ফফর উদ্দিন বলেন, ‘সকালে চানপুর এলাকায় সন্দহজনক ওই যুবকের ব্যাগ তল্লাশী করে ৩০ বোতল স্কল ও ১০ বোতল ফেন্সিডিল জব্ধ করি। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।’