আশুগঞ্জ মুক্ত দিবস পালিত
আশুগঞ্জ প্রতিনিধি : নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানানো মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার সকালে মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সম্মুখ সমর স্মৃতি স্তম্ভে পুস্পঅর্পন করেন মুক্তিযোদ্ধারা। পরে সম্মুখ সমর স্মৃতি স্তম্ভ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে শ্রমকল্যান কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড কাউন্সিল প্রসাশক ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসাইন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, মোবারক আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, মিজানুর রজমান, ওয়াসিম সিদ্দিকী, ফুল মিয়া, মোজাম্মেল হক, তাজুল ইসলাম, আবুবক্করসহ আরো অনেকেই। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল আক্তার বন্যা।
১৯৭১ সালে ১১ ডিসেম্বর এই দিনে পাকবাহীনির কবল থেকে শক্রু মুক্ত হয় আশুগঞ্জ।