আজ ‘ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠান
মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সরাইল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ এর স্মরণে ‘ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠান আজ ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার সকাল ১০টায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার (অতিরিক্ত ডিআইজি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্মারকগ্রন্থ প্রকাশনার কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান ঠাকুর। উক্ত অনুষ্ঠানে সবাইকে স্ববান্ধব উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির আহ্বায়ক সঞ্জীব কুমার দেবনাথ ও সদস্য সচিব শাহবাজ রিয়াদ।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
