ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ষ চুলা থেকে চুরির চৌদ্দ লাখ টাকা উদ্ধার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার সিগারেট কোম্পানির চুরি হওয়া যাওয়া চৌদ্দ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় টাকা চুরি ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকৃততরা হলেন, আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের আমিন, জেলার বিজয়নগর উপজেলার সিংগাবিল এলাকার খোকন ও বিষ্ণু ।
পুলিশ জানায়,গতকাল শনিবার আখাউড়ায় বৃটিশ টোব্যাকো সিগারেট কোম্পানির আখাউড়ার এজেন্টের বিক্রিত চৌদ্দ লাখ টাকা ক্যাশের ড্রয়ার ভেংগে পালিয়ে যায় আটকৃত তিনজন। এরা এই সিগারেট কোম্পানিতে চাকরি করতেন। পরে থানায় বিষয়টি জানানো হলে আজ রোববার এদের গোপন সংবাদের ভিওিতে আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি মূলক জবাববন্দিতে চুরির চৌদ্দ লাখ টাকা আটকৃত তিনজনের একজন খোকন এর সিংগারবিল বসত বাড়ির পরিত্যক্ষ মাটির রান্না চুলা থেকে উদ্ধার করা হয়।
আখাউড়া থানার( ওসি) মোশারফ হোসেন তরফদার টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটকৃত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
