সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এস.এম. শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন কমিটির সহ সভাপতি অধ্যাপক মো. শাহজাহান মিয়া, ক্যাপ্টেন (অব.) মো. তাজুল ইসলাম, আখাউড়া রেলওয়ে ষ্টেশন ম্যানেজার মো: খলিলুর রহমান, অধ্যাপক আমানুল্লাহ মোল্লা, হাফেজ মো. শাহ আলম, মো. আব্দুল্লাহ, নোভা আক্তার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন খড়মপুর মাজার কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন খাদেম, কাজী শরীফ খাদেম, মো. মোজাম্মেল, মো. সুহেল প্রমুখ।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

বক্তারা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করার জন্য মনমানসিকতার পরিবর্তন করতে হবে, সিস্টেমের পরিবর্তন করতে হবে। অঙ্গীকার করতে হবে নিজেরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিব না। সবক্ষেত্রে দুর্নীতিকে ‘না’ বলতে হবে।’

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন