নাসিরনগরে আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : দেশের জনগণের মধ্যে দূর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “আসুন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ
কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি
কর্মকর্তা-,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, সাব-ইন্সপেক্টর কাওসার আহমেদ, উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, কমিটির সহ-সভাপতি এডভোকেট শামসুজ তাবরীজ, সদস্য শিবলী চৌধুরী,বন্ধনের ম্যানেজার মোঃ নূরে আলম নাসিম প্রমূখ।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
