আইটেম গানে বলিউড অভিনেত্রীরা কত পারিশ্রমিক পান
---
বিনোদন প্রতিবেদক : ‘চিকনি চামেলি’ ‘শিলা কী জওয়ানি’ আবার কখনও ‘টিঙ্কু জিয়া’র মতো বলিউডের আইটেম গান দর্শকদের বেশ পছন্দ। মালাইকা অরোরা খান কিংবা গওহর খানদের সঙ্গে এখন সিনেমার আইটেম গানে নাচতে দেখা যাচ্ছে করিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফদের মত প্রথম সারির তারকাদের। ভক্তদের বরাবরই কৌতূহল এক আইটেম গানে বলিউড অভিনেত্রীরা কত পারিশ্রমিক নেন?
জি-নিউজের খবর অনুযায়ী, এক একটি আইটেম গানের জন্য মালাইকা নাকি এক কোটি করে পারিশ্রমিক দাবি করেন। তিনি দাবাংয়ের ‘মুন্নি বদনাম’ ও ‘আনারকলি ডিস্কো চলি’ তে নেচে এক কোটি টাকা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি আইটেম গানের জন্য সোনাক্ষী সিনহার দাবি ৬ কোটি টাকা করে। ‘বেবি ডল’-খ্যাত সানি লিওন তার আইটেম গানের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন।
‘রামলীলা’-য় ‘গালিও কি রাসলীলা’-র জন্য প্রিয়াঙ্কা ৬ কোটি করে নিয়েছিলেন। করিনা কাপুর খান আইটেম নম্বরের জন্য নেন ৫ কোটি করে। তার ‘ফেভিকল’ এবং ‘মেরা নাম মেরি’ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম নম্বর।
‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’খ্যাত ক্যাটরিনা কাইফ এক একটি আইটেম নম্বরের জন্য ৩.৫ কোটি টাকা করে পারিশ্রমিক নেন।