সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ২ দিনের বৃষ্টিতে সব্জীচাষীদের মাথায় হাত !

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ পাশর্^বর্তী হোমনা,নবীনগর,মেঘনা উপজেলায় গত শনিবার হতে আজ রবিবার পর্যন্ত অবিরাম বৃষ্টিতে আগাম সব্জীচাষীদেও সর্বনাশ হয়েছে বলে জানা গেছে।

আরও : বিএনপির মাথাব্যথা নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে : ওবায়দুল কাদের

আজ বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার কয়েকটি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে দুদিনের বৃষ্টিতে লালশাক,মূলা শাক,টেমানী পাতা,পুঁইশাক,পালংশাক,মটরশাক,কলমীশাক জমিতে নেতিয়ে গোড়ায় পচন ধরেছে।আর যে চাষীরা সদ্য বীজ রোপন করেছেন,চাষীরা দাবী করছেন সে বীজ বৃষ্টির পানির কারনে নষ্ট হয়ে যাবে।

বিশেষ করে যাদের জমি নীচু এলাকায় তাদের জমিতে পানি জমি যাওয়ায় ক্ষতিগ্রস্থ তারা বেশী হবেন বলে কৃষি সম্প্রসারন বিভাগ জানায়।তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির হিসাব নিরুপন করা যায়নি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন