সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে জীবন বাঁচাতে ট্রেনকে ৫ কিলোমিটার পাল্লা দিল কুকুর

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু বঙ্গবন্ধু বহুমুখী সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৫ প্রায় কিলোমিটার। বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের পাশপাশি ট্রেনও চলাচল করে এই সেতুর ওপর দিয়ে। সেতুর ওপর দিয়ে ট্রেন অতিক্রম করার সময় একটি শরীর শিহরণ দেওয়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর ওপর দিয়ে ট্রেন যাত্রা শুরু করা মাত্র একটি কুকুর সামনে এসে পড়ে। ট্রেন দেখে সেই কুকুর সামনে দৌঁড়ানো শুরু করে। ট্রেন চলছে কুকুরটিও সমানতালে সামনে দৌঁড়াচ্ছে। গতি কমবেশি হচ্ছে না। কুকুরটি কোনোভাবে একটু দাঁড়ালেও বা গতি একটু কমালে ওর শরীর ছিন্নভিন্ন হয়ে যাবে।

এই বিষয়টি সে ভালোভাবেই টের পেয়েছিল। তাই তো কোনোভাবেই বিরাম নেওয়ার নাম নেই দৌঁড়াচ্ছে তো দৌঁড়াচ্ছেই।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

ট্রেনও চলছে অবিরাম। ৫ কিলোমিটার কি যা তা পথ? নেটিজেনরা ভিডিওটি দেখছেন আর শিউরে উঠছেন এই বুঝি ট্রেনের তলে চলে গেল কুকুরটি। কিন্তু না শেষ পর্যন্ত ৫ কিলোমিটার পাড়ি দিয়ে যমুনার ওপারে পৌঁছে যায় কুকুরটি। আর নেটিজেনরাও হাফ ছেড়ে যেন বাঁচে।
রাকিব নামের এক তরুণ নিজের ফেসবুকে ভিডিওটি প্রথম ছাড়ে। তবে এটা স্পষ্ট যে ইঞ্জিনের কোনো একজন লোকো মাস্টার ভিডিওটি ধারণ করেছেন।

পাঠকদের জন্য সেই ভিডিওটি-

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

‘টাকা দেওয়ার দরকার নেই’

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?