আখাউড়া নানান কর্মসুচীর মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত
আখাউড়া প্রতিনিধি : মুক্তিযোদ্ধের প্রবেশদ্বার বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সহায়তায় বুধবার বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি আনন্দ র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বাজার ডাকঘরের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত
মুক্তিযোদ্ধা সন্তান মো. আনিস খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন, মুক্তিযোদ্ধা আবু সাঈদ ভূঁইয়া, রফিকুল হক খাদেম কানু, সৈয়দ জমশেদ শাহ, মো. আব্দুল হাই, আইনমন্ত্রী আনিসুল হকের পিএ শফিকুল ইসলাম সোহাগ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
