যৌনতা একটা অনুভূতি : বিদ্যা বালান
---
বিনোদন ডেস্ক : কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের নতুন ছবি ‘তুমহারি সুলু। তার আগে যৌনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী। কেন যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা হয় না? প্রশ্ন তুলেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বিদ্যা বালান। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে মানুষকে যৌনতা দিয়েই বিচার করা হয়, সে বিষয়ের জন্যই হোক বা সন্তানের জন্ম দেওয়ার জন্য।
সবার জন্য একটি বার্তা দিয়ে তিনি বলেন, যৌনতা হল একটা অনুভূতি, কোনও নিষিদ্ধ বস্তু নয়। বরং এতেই তিনি আশ্চর্য হন যে কেন এই যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা চলে না এখনও! তার মতে, সেক্স নিয়ে এখনও এত রাখঢাক থাকার কারণ হল, ভারতীয় সংস্কৃতিতে শুধুমাত্র বিয়ের ক্ষেত্রেই যৌনতার বিষয়টা উঠে আসে সন্তানের জন্ম দেওয়ার জন্য। কিন্তু যৌনতার আনন্দ, অনুভূতি, ঘনিষ্ঠতার বিষয়টাই হারিয়ে যায়।
এর আগে বিদ্যা বালান তার যৌন হয়রানির অভিজ্ঞতার কথা শেয়ার করেন। ক্যারিয়ারের শুরুতে একের পর এক যৌন হেনস্থার স্বীকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু পরিবারের ভয়ে মুখ খুলতে পারেন নি।