g থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৫, ২০১৭

---

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান কলকাতার ‘মাস্ক’ ছবির শুটিংয়ে গেল ৪ নভেম্বর উড়াল দিয়েছিলেন থাইল্যান্ডে। এই ছবির শুটিং এর ফাঁকে বাংলাদেশের উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’র গানের শুটিং করার ছিল ১৩ নভেম্বর থেকে থাইল্যান্ডে।

শাকিব সেখানে প্রস্তুত থাকলেও ‘আমি নেতা হব’ ছবির ইউনিট যথা সময়ে পৌঁছুতে পারেনি থাইল্যান্ডে। এই ছবির নায়িকা মিম ও পরিচালক উত্তম আকাশ ভিসা জটিলতায় পড়েছেন বলে জাগো নিউজকে জানান।

মিম বলেন, ‘ভিসা-ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। এখনো ভিসা পাওয়া যায়নি। কবে থাইল্যান্ডে যাবো সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওদিকে আমার অন্য ছবির শুটিংয়ের তারিখ ঘনিয়ে আসছে। কি যে করবো কিছুই বুঝতে পারছিনা। উত্তম আকাশ বলেন, ভিসা ছাড়াও বিদেশের শুটিং করতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সবকিছুর জন্য আবেদন করা হয়েছে। আশা করছি সবকিছু চূড়ান্ত হতে আরো দু-তিন দিন সময় লাগবে।’

‘আমি নেতা হব’ ছবির দুটি গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে উত্তম আকাশ, মিম ছাড়াও যাবেন ডিওপি, কোরিওগ্রাফার ছাড়াও আরো কয়েকজন। শাকিব খান জানিয়েছেন, আমি সময় মত এখানে এসেছি। কিন্তু ভিসা জটিলতায় পরিচালক, নায়িকা ও ইউনিট আসতে পারছে না। আমি তাদের জন্য অপেক্ষা করছি। এই সমস্যার সমাধান কবে হবে আমার জানা নেই।

‘আমি নেতা হব’ ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানি-মৌসুমি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিটি আগামী বিজয় দিবস উপলক্ষে মুক্তির কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে পুরোপুরি সংশয়। অন্যদিকে শাকিবের মাস্ক ছবিটি পরিচালনা করছে রাজীব বিশ্বাস। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে এই ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা।

 

এ জাতীয় আরও খবর

  • ভূমিকম্পের পর মুঠোফোন নেটওয়ার্কে বিভ্রাট
  • বাল্মীকি নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তারির মুখে রাখি
  • কুরবানীর ঈদ ও প্রয়োজনীয় কিছু প্রস্তুতি
  • এই চিহ্ন আছে আপনার? আপনি জানেন কি এই চিহ্ন কিসের প্রতীক ?
  • এক বছর পর থামল ব্রাজিলের জয়রথ
  • বৃহস্পতিবার আদালতে যাবেন না খালেদা জিয়া
  • শাড়ি পরে স্লিম দেখানোর ৮টি উপায়!
  • ৬ কোটি ৫২ লাখ টাকার ঘড়ি
  • পাসপোর্ট অফিসে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিজয়নগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা
  • নারী ভোটারের সংখ্যাই বেশি
  • পিএসসি পরীক্ষায় নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষে
  • ব্যবসা কমছে স্যামসাংয়ের