g আখাউড়ায় অধিকাংশ স্কুলে গাওয়া হচ্ছেনা জাতীয় সংগীত  | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়ায় অধিকাংশ স্কুলে গাওয়া হচ্ছেনা জাতীয় সংগীত 

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। জাতীয় সঙ্গীত না গাওয়ায় কোমলমতি ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীতের গুরত্ব অনুধাবন করতে পারছে না। শিখতে পারছে না জাতীয় সঙ্গীত। পাচ্ছে না দেশপ্রেমের শিক্ষা। দীর্ঘ দিন ধরে এভাবেই সরকারী নিয়মনীতি অমান্য করে চলছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সঠিক সময়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২ নভেম্বর  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল নির্দেশনা মতে প্রতিটি কর্মদিবসে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, আখাউড়া উপজেলায়  সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৪টি। সকাল ৯টায় শ্রেণীকক্ষ খোলে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ এবং জাতীয় সঙ্গীত গাইতে হবে। সকাল সাড়ে ৯টায় শুরু হবে পাঠদান। স্কুল ছুটি হবে বিকাল সাড়ে ৪টায়। সরজমিনে উপজেলার ভবানীপুর, দূর্জয়নগর, মনিয়ন্দ দক্ষিন, হীরাপুর, রহিমপুর, হীরাপুর-কুড়িপাইকা, খড়মপুর, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ে শ্রেণী কক্ষ খোলা হয় না। সমাবেশ এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। সকাল সাড়ে ৯টায় ক্লাশ শুরু করার নিয়ম থাকলেও অধিকাংশ স্কুলেই পোনে দশটার পরে পাঠদান শুরু হয়। অধিকাংশ শিক্ষক নির্ধারিত সময়ে স্কুলে আসেন না।

খড়মপুর ও মনিয়ন্দ গ্রামের দুই অভিভাবক বলেন, প্রায়ই  সময় স্কুল দেরিতে খোলে। সমাবেশ ও জাতীয় সঙ্গীত গাইতে দেখি নাই। এ ব্যপারে পৌরশহরের একটি স্কুলের প্রধান শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, সামনে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতির জন্য সমাবেশ ও জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ রেখেছি। দেরি করে স্কুল খোলা প্রসঙ্গে একজন প্রধান শিক্ষিকা বলেন, সব সময় দেরি হয় না। মাঝে মধ্যে যানজটের কারনে আসতে দেরি হয়ে যায়। এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। যদি কেউ নির্দেশনা অমান্য করে থাকে তাহলে অন্যায় করেছে। খোঁজ নিয়ে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ জাতীয় আরও খবর

  • ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অাইসিটি শাখার উদ্বোধন
  • গলায় মাছের কাটা আটকে গেলে কি করবেন?
  • আমি মোঃ আবেদ “চোর”
  • পিলখানা ট্র্যাজেডির রহস্য উদঘাটনে তদন্ত দাবি রিজভীর
  • বিয়ের ৪ বছর পর গৃহবধূ স্বপ্না এখন ছেলে!
  • ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা
  • রাস্তার ময়লা পরিষ্কারে নামলেন সূচি
  • বর্তমান স্বামীর ঘর ছাড়লেন তিন্নি!
  • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক: যুক্তরাজ্যবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক: যুক্তরাজ্য
  • অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন যারা
  • ২৫ দিনের ঈদ ছুটিতে টাইগাররা
  • সকালের নাশতায় মাটি, দুপুরের ইট-রুটি