g এবার নারীদের বিনামূল্যে সিম দেবে টেলিটক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৫শে অক্টোবর, ২০১৭ ইং ১০ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

এবার নারীদের বিনামূল্যে সিম দেবে টেলিটক

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২২, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : এবার নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ প্যাকেজের সিম দেবে টেলিটক। একজন নারী সর্বোচ্চ ২টি সিম সংগ্রহ করতে পারবেন। আজ রোববার সচিবালয়ে এই সিমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এর আগে সংস্থাটি উপবৃত্তি বিতরণের লক্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ২ লাখ ২৩ হাজার সিম বিতরণের ঘোষণা দেয়।

‘নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে টেলিটক নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করবে’ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিশেষ প্যাকেজের এ সিমে অত্যন্ত সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ইন্টারনেট প্রবেশাধিকারে জেন্ডার বৈষম্য বহুলাংশে কমতে ও বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার সমতা অর্জন এবং নারী ও মেয়ের ক্ষমতায়ন করা) পূরণে সহায়ক হবে। যোগ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, স্টার্ট-আপ বোনাস হিসেবে অপরাজিতা গ্রাহক ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন। যা তিন মাস পর্যন্ত বহাল থাকবে। সেই সাথে সিম চালুর দিন থেকে ১ সপ্তাহ মেয়াদে এক জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট (টেলিটক নম্বরে) এবং ৫ মিনিট অফ-নেট (অন্য অপারেটরে) ফ্রি পাবেন।

এ জাতীয় আরও খবর