নতুন ভোটারদের সদস্য করতে সেতুমন্ত্রীর নির্দেশ
---
নিজস্ব প্রতিবেদক : চিহিৃত চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীদের আওয়ামী লীগের সদস্য না করতে নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অফিসে বসে বসে সদস্য করবেন না। ঘরে ঘরে গিয়ে যাচাই-বাছাই করে সদস্য করবেন।
আজ শনিবার সকালে সিলেট রেজিস্টারি মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবার সদস্য সংগ্রহ অভিযানে আওয়ামী লীগের টার্গেট নারী ভোটার। নতুন ভোটারদের সদস্য করতে নেতাদের নির্দেশ দেন তিনি।
সিলেটে এক মাসের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে দুই ছাত্রলীগকর্মী খুনের ঘটনা ঘটে। এ সময় ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘দু-চারজন সন্ত্রাসীর কারণে পার্টির বদনাম হতে পারে না। খুনের নেপথ্যে যারা আছেন, যতই প্রভাবশালী হোন বিচার হবেই। ‘
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে খুনের বিষয়ে খোঁজ নিতে এসেছি। খুনি যেই হোক রেহাই নেই। খুনিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘লন্ডনে বসে খালেদা নীল নকশা করেছেন। সেই নীল নকশা অনুযায়ী এখন তারা ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছেন। ‘
তিনি আরো বলেন, ‘বিএনপি যত ইস্যু ধরে সব ইস্যুই হাতছাড়া হয়ে যায়। চিফ জাস্টিসকে নিয়ে অনেক খেলা খেলল। এখন আবার নির্বাচন কমিশন নিয়ে খেলছে। লন্ডনে বসে খালেদা নীল নকশা করেছেন। কিন্তু ২০০১ সালের পুনরাবৃত্তি দেশে আর হবে না। ‘