‘অ্যাকশন-থ্রিলার সিনেমা কিন্তু একটিও ঘুষি নেই’
---
বিনোদন ডেস্ক : দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। শুটিং শুরু হওয়ার সময় থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল। আগামীকাল দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা।
এ প্রসঙ্গে নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘সিনেমাটি দেখে দর্শক ভিন্নতা পাবে। এরই মধ্যে আমরা চারটি কনটেন্ট ইউটিউবে প্রকাশ করেছি। এতে দর্শকদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।’
মুক্তির ঠিক আগ মুহূর্তে আপনার প্রত্যাশা কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ আমাকে আশান্বিত করেছে। আশা করছি সিনেমাটি দর্শক ভালোভাবে নেবে। কারণ এটি অ্যাকশন-থ্রিলার সিনেমা। আবার এটাও ভেবে দেখতে হবে, এটি এমন ধরনের অ্যাকশন-থ্রিলার যেখানে একটিও ঘুষি নেই। পুলিশদের নিয়ে সিনেমা কিন্তু ইউনিফর্ম পরা কোনো পুলিশ নেই। সুতরাং ভিন্ন কিছু যে আছে এটা নিশ্চিত। দর্শক এখানে আলাদা কিছু পাবে।’
শুধুমাত্র পুলিশকে কেন্দ্র করেই কি এ সিনেমার গল্প? দীপন বলেন, ‘পুলিশকে নিয়ে হলেও আমি আসলে পুলিশের ওপর খুব বেশি থাকিনি। দর্শক যেন ভালো কিছু উপাদান পায় সেদিকে খেয়াল রেখেছি। সিনেমাটিতে দেখানো হয়েছে ঢাকা যখন আন্ডার অ্যাটাক তখন কী হবে? এই বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে।’
পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।