হঠাৎ আলোচনায় মেসি-নেইমারদের সেই কোচ!
---
স্পোর্টস ডেস্ক :গত সপ্তাহেই কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এটা এখন অতীত। এই মুহূর্তে ফুটবল প্রেমীদের প্রশ্ন হচ্ছে-কে হবেন জামার্ন জায়ান্টদের পরবর্তী কোচ?
তার উত্তর অবশ্য সময়ের হাতে। তবে এই প্রশ্নে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেসি-নেইমারদেরই সাবেক কোচ লুইস এনরিক। হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই প্রকাশিত হচ্ছে। সাবেক বার্সেলোনার কোচের সঙ্গে নাকি ইতোমধ্যেই যোগাযোগ করেছে জার্মান বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে আজ বুধবার নাকি লুইস এনরিকের সঙ্গে আলোচনায় বসবে বায়ার্ন। আর এর পেছনে ভূমিকা রাখছেন পেপ গার্দিওলা। সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সফল এই কোচ।
স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনার কোচ হিসেবে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান লুইস এনরিক। ন্যু ক্যাম্প ছাড়ার আগের তিন বছরে কাতালান ক্লাবটিকে নয়টি শিরোপা উপহার দিয়ে যান তিনি। শুধু পারফরম্যান্স নয় দৃঢ় ব্যক্তিত্বের জন্যও এনরিকের আলাদা সুনাম রয়েছে।