অস্ট্রলিয়ার ইনিংসের শুরুতেই মুস্তাফিজের আঘাত
---
স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই মাত্র ৮৬ রান। অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এই রানটা খুব একটা বড় হওয়ার কথা নয়। তবে মামুলী সংগ্রহটাকেও অসিদের জন্য দূরহ করার কাজটি করে চলছেন টাইগার বোলাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮/১। ম্যাট রেনশ ১৭ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ১৩ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। টাইগার পেসারের বাউন্সারটা সামলাতে পারেননি ওয়ার্নার। কোনো মতে বলটাকে ঠেকাতে চেয়েছিলেন তিনি। তবে বলটা ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। সৌম্য সরকার সহজ একটি ক্যাচ নেন।
এর আগে সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৮৬ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করেছিল টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ৩৭৭ রান করে অস্ট্রেলিয়া। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫৭ ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভোগান নাথান লায়ন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৬ উইকেট। বাংলাদেশি ব্যাটসম্যানদের সধ্যে সবোর্চ্চ ৩১ রান করেন অধিনায়ক মুশফিক। এছাড়া মুমিনুল হক ২৯ ও সাব্বির রহমান করেন ২৪ রান।