ব্রাহ্মণবাড়িয়ায় ফটোকপির মার্কেটে আগুন কোটির টাকার ক্ষতির আশংক
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের সিটি সেন্টার শপিং মল সংগল্ন ফটোকপির মার্কেটে আগুন লেগে প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত মধ্যরাতে শহরের ফটোকপির মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফটোকপি, ষ্টেশনারী, কনফেকশনারি ও দলিল লেখকের অফিস ছিল।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের।