সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে- আলহাজ্ব অ্যাড.লোকমান হোসেন
---
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ নিশ্চিহ্ন করতে বিএনপি জামাত জোট এদেশে একের পর এক নারকীয় হত্যাকান্ড ঘটিয়েছে। ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে ২১ আগষ্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। স্বাধীনতাবিরোধীদের এইসব ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। তিনি বলেন, বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে একের পর এক সাহসী পদক্ষেপ বাস্তবায়ন করছেন, সেই পদক্ষেপে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের লড়াকু সৈনিক হিসেবে কাজ করতে হবে। তিনি বঙ্গবন্ধুর খুনীদের মধ্যে যারা এখনো পালিয়ে আছে তাদেরকে দেশে এনে এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের অবিলম্বে ফাঁসীর রায় কার্যকর করার জোর দাবী জানান।
গত ২১ আগষ্ট সোমবার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবী জানান।
সরাইল উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মসূচীতে সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ । তিনি বক্তৃতায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার মূলহোতাদের দেশে এনে বিচার করার জোর দাবী জানান। কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকউদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মিয়ার পরিচালনায়
অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল হোসেন, মোঃ সিরাজ, জিয়ামুল হক, মোঃ ফারুক হোসেন,মোঃ সাদ্দাম মিয়া , সোহাগ মৈশান, সদস্য আওয়াল মিয়া,মোঃ আল আমীন সহ নেতাকর্মীগণ।