আশুগঞ্জে দূর্নীতি মুক্ত সমাজ গড়তে সহস্র্রাধিক শিক্ষার্থীর শপথ
---
সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে : দূর্নীতি মুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শপথ নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্র্রাধিক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আরজু। রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ শপথ নেন।
অনুষ্ঠানে উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান, আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান, ক্রীড়া সংগঠক শাহিন শিকদার, আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারন সম্পাদক ইসহাক সুমন, কমিটির সদস্য নুসরাত জাহান, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ। পরে শিক্ষার্থীদের জন্য সততা ষ্টোরের উদ্বোধন করেন অতিথিরা।