আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি : কাদের
---
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি। চক্রান্তের মুখে পড়েছি। ষড়যন্ত্র চলছে।’
আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় কাদের এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ওই আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। আবার গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই আজ আমাদের প্রস্তুত থাকতে হবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। দেশের জনগণকে সাথে নিয়ে এদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সেই লক্ষ্যে আমাদের মানসিক, রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে এ অপশক্তিকে প্রতিরোধ করতে।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে। জনগণকে পাশে পায় না। আবার গর্তে ঢুকে যায়। ইস্যুর পর ইস্যু খোঁজে। সবই ইস্যুই তাদের মাঠে মারা যায়। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এদের রাজনীতি পথে সংকটের দীর্ঘ ছায়া পড়ে। তাই এরা সন্ত্রস্ত।’
মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির শাসনামল মানেই হলো সারি সারি লাশ। লুটপাটের হাওয়া ভবনের অপর নাম হচ্ছে বিএনপি। তারা আবার ক্ষমতায় আসলে দেশ ভয়ঙ্কর অমানিশায় পতিত হবে।’
কাদের বলেন, ‘আমি জেনে খুব খুশি হয়েছি যে স্বেচ্ছাসেবক লীগে টাকা দিয়ে কোনো পদ দেওয়া হয় না। এটা খুব খারাপ, কিন্তু এটা যারা করে তারা দলের, নিজের এবং দেশের ক্ষতি করে। আমি তোমাদের অনুরোধ করব যোগ্য কর্মীদের মূল্যায়ন করতে। দলভারী করার জন্য খারাপ লোকদের এ পার্টিতে জায়গা দেবে না। খারাপ লোকদের নিয়ে দল ভারীর কারার আমাদের দরকার নেই।’
সেতুমন্ত্রী বলেন, ‘আগস্ট মাসে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। শোক করি, চোখের পানি ফেলি। আমাদের আজ মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ কোনো শোকের নাম নয়, তিনি আজ চেতনার নাম, এক শক্তির নাম। এ দিনে আমরা শপথ নেব বঙ্গবন্ধুর চেতনায় মানুষের মতো মানুষ হব। তাঁর মতো কর্মী হব। কর্মী থেকে নেতা হব। লড়াই করব, সংগ্রাম করব। ভোগ করব না, ত্যাগ করব।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।