বাংলাদেশের সীমানার পাশেই গ্যাস তুলছে মিয়ানমার
---
বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার পাশ থেকে গ্যাস তুলছে মিয়ানমার। এতে সীমান্ত এলাকায় বাংলাদেশ তার গ্যাস হারাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অথচ সীমানা নিষ্পত্তির পাঁচ বছর হলেও এখনো গ্যাস অনুসন্ধানের কাজেই হাত দেয়নি কর্তৃপক্ষ।
বাংলাদেশের সীমানা নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিরোধের কারণে ৩৮ বছর বাংলাদেশ সমুদ্রসম্পদ ভোগ করতে পারেনি। প্রায় তিন দশক বিষয়টি অমীমাংসিত থাকার পর ২০০৯ সালে সরকার আন্তর্জাতিক সালিশী আদালত ইটলসে মামলা করে। ২০১২ সালের ১৪ মার্চ সেই মামলার রায়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় ১ একলাখ ১১ হাজার বর্গ কিলোমিটার। অথচ সীমান্ত নির্ধারণ হওয়ার পাঁচ বছরেও গ্যাস তোলার কাজে হাত দেয়নি বাংলাদেশ। এতে দেশের সীমানার গ্যাস মিয়ানমার তুলে নেয়ার আশঙ্কা করছে ভূÑতত্ত্ব বিশেষজ্ঞরা।
ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, মিয়ানমার এবং বাংলাদেশের যে সীমান্ত নির্ধারণ করা হয়েছে, সে সীমান্ত এলাকাতেই গ্যাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি। যদি কোন একটা গ্যাস ফিল্ড এটাকে ক্রস করে, তবে তারা সম্পূর্ণ গ্যাস তুলে নিয়ে যাবে। আমাদের গ্যাস হাতছাড়া হয়ে যাবে।
অবশ্য এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন জ্বালানি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সীমন্তবর্তী এলাকায় মিয়ানমার গ্যাস তুললেও তারা বাংলাদেশে গ্যাস তুলে নেয়ার সুযোগ নেই। এগুলো বড় ধরনের কোন সমস্যা না।
অনুসন্ধানে দেরি হলেও সরকার দেশের চাহিদা মেটাতে এলএমজি আমদানি করছে বলেও জানান তিনি।
সূত্র : একাত্তর টিভি