g লন্ডনে বসে যতোই ষড়যন্ত্র করুক খালেদা গং, নৌকার গতি থামানো যাবে না-ক্যা. তাজ এমপি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

লন্ডনে বসে যতোই ষড়যন্ত্র করুক খালেদা গং, নৌকার গতি থামানো যাবে না-ক্যা. তাজ এমপি

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৭, ২০১৭
news-image

---

ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর : লন্ডনে বসে খালেদা আর তারেক,-দুই মা-বেটা যতোই ষড়যন্ত্র আর কু-মন্ত্র দিক,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকায় যে হাওয়া লেগেছে,সেই নৌকার গতি কোনভাবেই থামানো যাবে না।নৌকা চলবে জনতার ভালোবাসায়। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একাধিক সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যা.এবি তাজুল ইসলাম (অব.)উল্লেখিত মন্তব্য করেন।
সকাল ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন মিলনায়তনে প্রথমে সাবেক এই প্রতিমন্ত্রী জাতীয় ফলজ বৃহ্মমেলার শুভসূচনা করেন।তারপর,একে একে দিনভর বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯৬ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত দ্বিতলভবন উদ্ধোধন,উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে কর্মী সমাবেশে বক্তব্য,সদও ইউনিয়নের মনাইখালীতে নতুন সংযোগ সড়ক চালু,সদও উপজেলায় একটি উন্নত ১০ শয্যার বেসরকারি হাসপাতাল উদ্ধোধনসহ আরো বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন উন্নয়নের রুপকারখ্যাত বাঞ্ছারামপুর উপজেলার সংসদীয় জনপ্রতিনিধি।এ ছাড়া-গত সপ্তাহে জাতীয় একনেক-সেতু বিভাগ কর্তৃক বাঞ্ছারামপুর-আড়াইহাজার ২ কি:মি: ব্রীজের কাজে ১০ কোটি টাকা বরাদ্ধ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ক্যা.তাজ এমপির নেতৃত্বে একটি আনন্দ মিছিল সদও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান,সহকারী কমিশনার(ভূমি) মো.সোহাগ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টুর রঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জনি চেয়ারম্যান,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান ভূইয়া হাসান, ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সা.সম্পাদক সেলিম রেজা,যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম ভূইয়া বকুল,যুবলীগের সাবেক সা.সম্পাদক নূরে-এ-এলাহী,পৌর ছাত্রলীগের সভাপতি প্রকৌশলী জুয়েল আহমেদ প্রমূখ।

এ জাতীয় আরও খবর