প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-মুশফিক (ভিডিও)
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধদের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার বিকেলে জেলার পৌর শহরের কাউতলি এলাকার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন তিনি।
এ সময় মুশফিক বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে।’
জেলা ক্রীড়া সংস্থা ও শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল চৌধুরী মন্টু, ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মুন্না আজিজ প্রমুখ।এর আগে দুপুরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া শারীরিক প্রতিবন্ধী দল এবং গাজীপুর গ্লোরিয়াস শারীরিক প্রতিবন্ধী দল। ম্যাচে গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী দলকে ১৩ রানে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী দল। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন।