বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

‘পৃথিবীর যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম উ. কোরিয়া’

AmaderBrahmanbaria.COM
জুলাই ৩, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার দাবি, দেশটির রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সোমবার কৌশলগত বাহিনী দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে এ দাবি করেছে দেশটি। রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুনে প্রকাশিত নিবন্ধে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটির কৌশলগত বাহিনী যে কোনো স্থানে যে কোনো সময়ে আঘাত হানতে পারবে। নিবন্ধের সঙ্গে উত্তর কোরিয়ার কয়েকটি রকেটের ছবি প্রকাশ করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের ছোঁড়া রকেট সফল ভাবে আঘাত হানতে পারবে কারণ এ গুলো ছোঁড়ার জন্য উচ্চগতিশীল ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র লাঞ্চার ব্যবহার করা হয়। এতে রকেটের অবস্থান খুঁজে বের করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় বলেও উল্লেখ করা হয়।

নিবন্ধে উত্তর কোরিয়ার সাম্প্রতিক সফল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথাও তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা অব্যাহত রেখেছে। বিগত মাসের ৮ তারিখে দেশটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ক্ষুদ্রপাল্লার ওই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ১২৪ মাইল পাড়ি দিয়ে পড়েছে জাপান সাগরে। সূত্র : ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর