নিজেই তৈরি করুন সবচেয়ে কার্যকরী অ্যান্টি রিংকেল ক্রিম
---
অনলাইন ডেস্ক: সময়ে সাথে সাথে বয়স বৃদ্ধি পেতে থাকে আর তার ছাপ দেখা দেয় ত্বকে। এই বলিরেখা বা রিংকেল অনেকের ক্ষেত্রে আবার বয়স হওয়ার আগেই ত্বকে দেখা দেয়, যা চিন্তার বিষয় বৈকি। রিংকেল দূর করার জন্য অনেক কিছুই কএন অনেকে। অ্যাণ্টি রিংকেল ক্রিম, ফেসিয়াল আরো কত কী! কিন্তু বাজারের অধিকাংশ অ্যাণ্টি রিংকেল ক্রিম ত্বকে সাময়িকভাবে কাজ করে। আবার অনেক সময় ত্বকে দেখা দেয় পার্শ্বপ্রতিক্রিয়া। বাজারের ক্রিম ব্যবহার করার পরিবর্তে ঘরে তৈরি করে নিতে পারেন অ্যাণ্টি রিংকেল ক্রিম। খুব সাধারণ, প্রাকৃতিক উপাদান দিয়ে এই ক্রিম তৈরি করা হয় বিধায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আসুন তাহলে জেনে নেওয়া যাক অ্যান্টি রিংকেল ক্রিম তৈরির প্রণালীটি।
যা যা লাগবে:
– বিজ্ঞাপন –
১/৪ কাপ বিশুদ্ধ বাদাম তেল
২ টেবিল চামচ নারকেল তেল
২ টেবিল চামচ বিশুদ্ধ মোম
১/২ চা চামচ ভিটামিন ই অয়েল
১ টেবিল চামচ শিয়া বাটার
কয়েক ফোঁটা এ্যাসেন্সিয়াল অয়েল (ইচ্ছা)
যেভাবে তৈরি করবেন:
১। একটি পাত্রে সবগুলো উপাদান মিশিয়ে নিন।
২। এবার পাত্রটি ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত পানি দিয়ে ভরে ফেলুন।
৩। এখন পাত্রটি চুলায় যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপাদান গলে না যায় ততক্ষণ জ্বাল দিতে দিন। মাঝে মাঝে এটি নাড়ুন।
৪। সবগুলো উপাদান ভালমত মিশে গেলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন।
৫। ক্রিমটি রুম তাপমাত্রায় ঠাণ্ডা হওয়ার জন্য রাখুন।
যেভাবে ব্যবহার করবেন:
দিনে দুইবার সকাল এবং রাতে ব্যবহার করুন। ব্যবহারের আগে মুখে ধুয়ে নেবেন। ক্রিমটি ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।
কার্যকারিতা:
বাদাম তেল, নারকেল তেল, শিয়া বাটার প্রতিটি উপাদান ত্বকের জন্য উপকারী। বাদাম তেল ত্বক নরম কোমল করে তোলে। নারকেল তেলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। মোম এবং শিয়া বাটার উভয়ে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে। যা ত্বকের বলিরেখা পড়া প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।