নাসিরনগরে রাস্তা- ব্রীজ নিমার্ণ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
---
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলার নুরপুর-কামারিয়া পাড়ার রাস্তা ও ব্রীজ নিমার্ণ ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নুরপুর-কামারিয়া পাড়ার রাস্তায় এলাকার কয়েক‘শ নারী-পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূর্চী পালন করা হয়। মানববদ্ধন চলাকালে নুরপুর-কামারিয়া পাড়ার বরাদ্দকৃত রাস্তার ও ব্রীজের কাজ দ্রুত নিমার্ণ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন,রুকন উদ্দিন আহমেদ,সৈয়দ সোলেমান,সৈয়দ মিজানুর রহমান,নজু মিয়া,আরব আলী,মলিন চন্দ্র বিশ্বাস,আজিজ মিয়া,আজমল মিয়া,মহনলাল সরকার ও লিটন মিয়া প্রমূখ।
উল্লেখ্য,মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের দেয়া উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর সাহেব বাড়ি গেইট থেকে কামারিয়া পাড়ার রাস্তার জন্য ২০১৫-১৬ অর্থ বৎসরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নুরপুর-কামারিয়া পাড়া রাস্তা উন্নয়নের জন্য ৫০০ মিটার রাস্তা ও একটি ব্রীজ নিমার্ণের জন্য বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু অধিকাংশ রাস্তা নিমার্ণ হলেও মাত্র ৬০ ফুট রাস্তা ও ব্রীজ নিমার্ণে এলাকার সৈয়দ শহিদুল হকের আদালতে দায়ের করা মামলার কারণে রাস্তার কাজসহ ব্রীজ নিমার্ণ কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায় শতবর্ষ ধরে উক্ত রাস্তা দিয়ে ৫ গ্রামের মানুষ,শিক্ষার্থী যাতায়াত ও কৃষকদের মাঠে উৎপন্ন মৌসুমী ফসল আনা-নেওয়ার কাজে করে আসছে। এলাকবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের দেয়া বরাদ্দে এরাস্তা উন্নয়ন কাজ শুরু হয়েছিল। ফলে জনৈক ব্যক্তির বাধার কারণে জনগন উক্ত রাস্তার কোন সুফল পাবে না। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস ঘটনার সত্যতা স¦ীকার করে জানায়,জমি নিয়ে আদালতে মামলা থাকায় রাস্তার কিছু অংশ ও ব্রীজের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।